ক বি তা
১
জ্বরের আবেশে উষ্ণ শরীরের পাশে শুয়ে থাকা ঝর্নার ভেতরে প্রবেশের অধিকার অর্জিত হয়নি তো, তবুও জলের মায়ায় জনমের ঘোরে জ্যোৎস্না লেগে থাকা মায়াবী কুমারীর মুখ আর বুকে জমে থাকা আপেলের ঘ্রাণ ফেলে ফিরে এসেছে সেই সব অলৌকিক মানুষ অনাবিল অন্ধকার পথে
২
পথ তবু পথেরই মতো চলে যায়, ফিরে চলে আসে এই নির্মম নগরের ঘুমে জড়ানো অসাবধানী মানুষের চোখের থেকে হাতে আর সেইসব হাত ঘুরে ফেরে সভ্যতার কারুকার্যের পাশে রাখা সুধামূর্তির বুকের ওপরে, ধীরে
৩
মূর্তির পায়ে রাখা একপাত্র মৃদু নক্ষত্র ক্রমশ গড়িয়ে পড়ছে মৃত্যুভয় বুকে নিয়ে ঘুমিয়ে থাকা শ্রান্ত নৌকার নির্জন পাঁজরের ওপর অথচ আদিম কোনও অন্ধকার কোনও এক পূর্ণিমা তিথিতে ঘুমন্ত অরণ্যের কাছে ভিক্ষা করে নিয়ে আসা আলো নিবেদন করেছিল নীলাভ ঝর্নার পায়ে
৪
দুর্লভ সেই নীলাভ ঝর্না শুয়ে থাকে গুহার আবেশ মেখে বসন্তের শেষ রাতে নিমগ্ন হংসিকার শ্বেত পালকের মতো আর একটা লাল গনগনে আগুনের শ্রেষ্ঠ জিহ্বায় ঝলসাতে থাকে অপার্থিব নিরীহ মাংস সব, নীরবে