ক বি তা
আমাকে নিঃসঙ্গতা শেখাও, মহাদ্রুম!
শেখাও সালোকসংশ্লেষ,
অলীক পর্ণমোচন…
দ্যাখো, আমিই সেই উন্মাদ –
কুঠার হাতে শতাব্দী পেরিয়ে
ফিরে এসেছি মায়াবী অরণ্যে…
ছেড়ে যেও না, রহো সাথে
হে অনাহত ধ্বনিচক্র,
নিহিত ধারাপাত, মূর্চ্ছনার-
সুচারু সান্নিধ্যে ব্রহ্ম খুঁটে খুঁটে
এই শব্দ, এই নৈঃশব্দ্য এই সুর তাল লয়
নৈবেদ্য সাজাই, রক্তমাংসে-
অতঃপর, তৃপ্ত হও
ছেড়ে যেও না, ঈশ্বর আমার