Hello Testing

4th Year | 3rd Issue | June-July

৩০শে আষাঢ়, ১৪৩০ বঙ্গাব্দ | 16th July, 2023

প্রচ্ছদ কাহিনী, ধারাবাহিক গদ্য, ছোটোগল্প, গুচ্ছ কবিতা, কবিতা, প্রবন্ধ, উপন্যাস, স্বাস্থ্য, ফ্যাশান ও আরও অনেক কিছু...

ক বি তা

প্র সে ন জি ৎ   দা শ গু প্ত

পরশু

আমাকে নিঃসঙ্গতা শেখাও, মহাদ্রুম!

 

শেখাও সালোকসংশ্লেষ, 

অলীক পর্ণমোচন…

 

দ্যাখো, আমিই সেই উন্মাদ – 

 

কুঠার হাতে শতাব্দী পেরিয়ে 

ফিরে এসেছি মায়াবী অরণ্যে…

 

গৌড়সারং

ছেড়ে যেও না, রহো সাথে

 

হে অনাহত ধ্বনিচক্র,

নিহিত ধারাপাত, মূর্চ্ছনার-

 

সুচারু সান্নিধ্যে ব্রহ্ম খুঁটে খুঁটে

এই শব্দ, এই নৈঃশব্দ্য এই সুর তাল লয়

 

নৈবেদ্য সাজাই, রক্তমাংসে- 

অতঃপর, তৃপ্ত হও

 

ছেড়ে যেও না, ঈশ্বর আমার

আরও পড়ুন...