ক বি তা
‘Abandon hope all ye who enter here’
সমুদ্রের ডেকে দাঁড়িয়ে তুমি ভাবছো তোমার কোনো সম্ভ্রম নেই
নেই কোনো আবেগমথিত গোপন…
শুধু ক্লান্ত সুর থেকে ঝরে পড়ে সীগালেরা
তোমার আবেশী শরীর ছুঁয়ে মিলিয়ে যায় কোনো এক স্লিপিং আইল্যান্ডে…
যেখানে অপেক্ষা করে থাকেন মোঘল সম্রাট আওরঙ্গজেব, এলাচের গন্ধমাখা গোধূলি, অসমাপ্ত পানপাত্র কিংবা পুড়ে যাওয়া কলোজিয়াম!
তোমার মনকেমন হয়….
রোদেলা ডেকে দাঁড়িয়েই তুমি আনমনে আওড়ে ওঠো- ‘চিত্ত যেথা ভয়শূন্য…!’
তবু তোমার কেমন শীত শীত করে, চশমার কাঁচে জমতে থাকে ধরা পড়ে যাবার বিন্দু বিন্দু ভয়…
ওদিকে সন্ধে নামে!
আরক্তিম ডেক সেজে ওঠে বাহারী আলোয়
শুরু হয়ে যায় মৃত সভ্যতার শবেদের পাশবিক আনন্দোৎসব….
তুমি তলিয়ে যেতে থাকো
ক্রমে তলিয়ে যেতে থাকো সমুদ্রের অতলে
তলিয়ে যেতে যেতে দ্যাখো সমুদ্রের ডেকে দাঁড়িয়ে এক ক্যাপ্টেন ভাবছেন, তাঁর কোনো আকাশ নেই, নেই কোনো বশীভূত মায়াবী আয়না…
নেই কোনো বিষাদ বন্দরও!
অনেকদিন হলো কোনো গল্প শোনাতে গিয়ে কেঁদে ওঠোনি তুমি
আর আমারও মুক্তি ঘটেনি
দেখেছি আমার চারপাশের অন্ধকার ফুঁড়ে উঠে এসেছে এক প্রেমের কাহিনী
যেখানে শূন্যতা প্রেমিক, প্রেমিকা তুমি…
অনেকবার ব্রেক-আপ হয়েছে তোমাদের, তারপর আবার মাটির টানে,
চোখ উপড়ে নেওয়া চেনা কোনো তূণের টানে ফিরে এসেছো তুমি
তোমার এই বারবার ফিরে আসাটা মেনে নিতে পারেনি
নদী, জঙ্গল, মনখারাপ করে দাঁড়িয়ে থাকা পিরামিডও…
এমনকি মনকেমনের মেঘ দু’হাতে হাওয়ায় ওড়াতে ওড়াতে
সাহারা ক্রস করে গ্যাছেন ডিরেক্টর
সূর্য অস্ত গ্যাছে, আবার একরাশ অন্ধকার গ্রাস করেছে আমায়
আমি আর সহ্য করতে পারিনি… শহর ঘুমোলে চুপিচুপি উঠে গেছি
সারাগায়ে অন্ধকার নিয়ে
তুমি আলো হয়ে আসবে বলে…
কতদিন কোনো ভাঙা ইমারতের গল্প শোনাতে গিয়ে
কেঁদে ওঠোনি তুমি
আর…