ক বি তা
কিছু ভুল ভুলে যেতে শেখো।
সাধের কবিতা লেখা ছেড়ে
ঝিম মেরে থেকো দুপুরবেলায়,
রাতগুলো কিলবিলিয়ে
চলে যেতে দেখো।
নির্বাসিত শহরের পেটে বুক খুলে তুমিই
সহজে হাসতে পেরেছ।
নেশা কেটে গেলে
আর নিশি ডাকে না
অজস্র বসন্তের দাগ
আজও দুধের মত সাদা
পিছলে গিয়ে কতো চকচকে
যেখানে আয়ু নিভে যায়
বাঁশি ছুটে চলে
জীবনের কাছে,
সেখানে বাতাসভর্তি ফেরা
নোঙর ছুঁয়ে রাখে, চলে
যাওয়ার আগে