ক বি তা
১
সেই কোন গুপ্তযুগের অস্তমিত সূর্য আজও
সমান প্রজ্জ্বল, যেন একটি গোধূলিকে আরো
একশ বছর বাঁচিয়ে রাখার ম্যাজিক শিখেছে;
আর ঋষির একাগ্রতা নিয়ে টুপ্ করে
ঝরে পড়ছে শিউলির গন্ধ
সকালের গা থেকে –
একটি প্রকৃতি কবি হয়ে উঠছে এভাবেই,
আর একটি কবি প্রকৃতি – উভয়ের মধ্যে
সামঞ্জস্যের ময়দা মাখছে শোকের
সুদীর্ঘ তানপুরাটির কাঠ
২
আমাদের দ্বিধায় সন্দেহের গোপন বাঘকে
রেখে গেল যারা, সেই সমস্ত জাদুকর বা
বনসংরক্ষকদের উদ্দেশ্যে জানাই –
একটি বন্য প্রাণীকে ঘি-মধু-ফল খাইয়ে খাইয়ে
আমরা তাকে গৃহপালিত করেছি, আমাদের
দ্বিধার প্রসবদ্বারে এখন সকাল-সন্ধ্যা
খঞ্জনি বাজিয়ে আরতি সারে সে; আর
জাদুকরের পদচিহ্নের ঘ্রাণ নিতে নিতে
জন্ম নেয় সন্দেহের অসংখ্য গোপন
ব্যাঘ্রশাবকের দল