ক বি তা
বড় বড় পাতাওয়ালা গাছ।
বাইসনের ছবি তুলে দেওয়ালে টাঙিয়ে দিচ্ছেন
মা।
বাবা ভালো বাঁশি বাজাতেন।
বড়ই গাছের পাশে সাদাকালো বেড়াল।
রোদের ম্যাজিক থেকে দূরে চলে যাচ্ছি
আর নদীর পাড়ে দোলনার ছায়া
নৈশ আড্ডায় শিস থাকবে না এটা তো হতে পারে না
একটু এগোলে নদী, ফরেস্ট
উজান আর ভাটির গল্প এভাবেই এগোতে
থাকে
‘কান্না আসলে বিশ্রামাগার’
খুব একা হয়ে যাওয়া মানুষেরা এটা
জানেন