ক বি তা
সহ্য করি যতটা সহজে
তেমন সহজ নয় এই বেঁচে থাকা।
আমার পতন হয় দিনে-রাতে
আমার পতন হয় লিপ্ত থেকে থেকে।
এই নিকৃষ্ট খাবার,
অপমান মেখে মেখে খাই দিন-রাত।
সারাক্ষণ খিদের পেছনে ছুটে ছুটে
লজ্জাকে হারানো গেছে।
অবনত, আরও অবনত হতে হবে
রাজপদ পেতে।
লজ্জা ফিরে এসে দেখবে,
সহ্যশক্তি একমাত্র পোশাক আমার !
কথাই বলি না,
ভয় হয়, যদি সে কথা আমাকেই খায় !
আনন্দের আভা – দেখো যদি আমার ভেতর,
বুঝে নিও,
সে সমস্ত কিছু, চালাকির অর্জন আমার।
দেখেছ তাদের, যারা কবিতার অর্থ বুঝে যায়?
ধনীদের আরও অর্থবান করার
মন্ত্র শিখছি আমি।
আমিও শিখছি কবিতার অর্থ বুঝে নিতে।
একদিন যথেষ্ট চালাক হয়ে,
কথা বলব আমিও।