Hello Testing

3rd Year | 10th Issue

৩০শে ফাল্গুন, ১৪২৯ বঙ্গাব্দ | 15th March, 2023

প্রচ্ছদ কাহিনী, ধারাবাহিক গদ্য, ছোটোগল্প, গুচ্ছ কবিতা, কবিতা, প্রবন্ধ, উপন্যাস, স্বাস্থ্য, ফ্যাশান ও আরও অনেক কিছু...

গু চ্ছ ক বি তা

বি না য় ক   ব ন্দ্যো পা ধ্যা য়

তুমিও কি কবিতা চাও

জলে ডুবুক হাজারবার

তিরস্কারই পুরস্কার
যা আলো তাই অন্ধকার
প্রতিমা কি মৃত্তিকা হয়,
জলে ডুবুক হাজারবার?

হাত বাড়িয়ে দাও যদি বিষ
অমৃত সেও চমৎকার

এইটুকুই তো সারাৎসার

ছন্দে তোমায় রাখবে ধরে
শিল্পে তোমায় তুলবে গড়ে,
তুমিই বলো চিন্তা করে,
আমি ছাড়া সাধ্য কার?

pujo_16_sketch2

গ্যারান্টি

রাত্রি দূরে ঠেলে
দুপুরবেলা এলে
আমার মতো আছে যতো
খারাপ খারাপ ছেলে
তাদের মাথার ভিতর আবার
উনুন দিও জ্বেলে…

কুড়িয়ে এনেছিলাম ঝিনুক
মুক্তো যদি মেলে
এখন শূন্য খোলসটাকে
কোথায় দেব ফেলে?

স্মৃতির ভিতর ঝলক
দিচ্ছে চোখের পলক

এই মাঘে শীত ফুরোবে না
তোমায় কাছে পেলে…

pujo_16_sketch2

আমসত্ত্ব

ছাদের ছোট্ট ঘরে
রাখা ছিল থরে থরে
আমসত্ত্বের ভিতরেও আম
বুঝেছি অনেক পরে

গয়নাবড়ির গয়না
ভালবেসেছিল ময়না
পোয়াতি পিসিমা জানত, আচার
রোদ না উঠলে হয় না

আমি বৃষ্টিতে ভিজে
নিজেকে খুঁজেছি নিজে
জানলার পাশে তোমাকে দেখেও
থেমে গেছি দহলিজে

থেমে থাকা মানে চলা
রথ থেকে রথতলা
চুরি করে আমসত্ত্ব খেতাম
তোমাকে হয়নি বলা…

pujo_16_sketch2

সে তোমারই ডানা

ভিখিরি গেয়েই যাক, দেবে তো চার আনা
কিন্তু ভিখিরিকে তুমি দেখিয়েছ ডানা

বেলা-অবেলায় তাই সেও উড়তে পারে
সন্ধ্যাকাশ যে সময় ছাদের কিনারে
ঝুঁকে আসে আর মেঘ ছোঁয় তোমাকেই
দেশ যে তিমিরে ছিল সেই তিমিরেই
রয়ে গেলে পরও এক আলো ফুটে ওঠে
পথচারীদের ঠোঁট পরিদের ঠোঁটে
অতর্কিতে নেমে আসে একবারই, ব্যস
গল্পের ভিতর থেকে তবু উপন্যাস
পত্রিকার পাতা হয়ে যায় ছাপাখানা

সে আমার বই নয়, সে তোমারই ডানা

pic333

ধাতুও যদি সোনা

প্রার্থনা তো ভিতর থেকে শোনা
শাড়ির গায়ে রাধাকৃষ্ণ বোনা
সমুদ্দুরে মিশে গেলে পরে
নদীর পানি যেভাবে হয় নোনা…

হাত লেগেছে, তিন ছক্কা পুটে
জিভ লেগেছে ময়দার বিস্কুটে
ইচ্ছে করে আবারও যাই ছুটে
করলে তুমি, এমন জাদুটোনা

বইছে শ্মশান নদীর আশেপাশে
জলের মতো ছাই মিশেছে ঘাসে
মৃত লোকের জীবন্ত নিশ্বাসে
ফুরিয়ে যাওয়া মুহূর্তকে গোনা

সোনার জলে ধাতুও যদি সোনা
তোমার আমার একই তো প্রার্থনা…

pujo_16_sketch2

অন্ধকারের স্বাদ

মনের কথা মনের ভিতর রেখে দেওয়াই ভালো
সোঁদরবনের ভিতরে বাঘ যখনই হড়কালো
সেকেন্ডেরও ভগ্নাংশে ঘিরে ফেলল কাদা
অন্য কোথাও কীভাবে যাই, হয়নি বাঁধাছাঁদা


যা হয়েছে হবার কথা ছিল না তা জানি
আমার জলে, কীসের ছলে জাগল কালাপানি
জানতেও পারিনি পাঠক, না জানবার পাপে
পেঙ্গুইনকে ঘুম পাড়ালাম কম্বলের উত্তাপে

ফল যা হল, রায় বেরল, কম্বলটাই দোষী
মা দুর্গাকে আনতে গিয়ে আনছে শরৎশশী
পূর্ণিমা তার পূর্ণিমা নয়, আলোয় পাতা ফাঁদ
বাঘকে দিত মাংস,  আমায় অন্ধকারের স্বাদ

pujo_16_sketch2

উপন্যাসের শেষে

মাছি পড়ল ভাতে
কোদাল দিলাম তাতে
হাজার চুমু খেয়েছিলাম
হয়তো বা সাক্ষাতে

হাজার একের আগে
বলতে খারাপ লাগে
আরব্য রজনীর ভিতর
একটা সূর্য জাগে

চেনো তুমি তাকে,
ঘুরেছ সাতপাকে?
স্বর্গদ্বারে জল না আগুন
কোনটা বেশি থাকে?

পোড়ায় যদি এসে
ফেলব ভালবেসে
তুমিও কি কবিতা চাও
উপন্যাসের শেষে?  

pujo_16_sketch2

আরও পড়ুন...