ক বি তা
সভ্যতার লাশ মাড়িয়ে চলছে আমার সত্তা
রাতের জেগে থাকা স্বপ্নরা জেগে আছে রাতের পাহারায়
পাঁজরের মাংস শিথিল হয়
রাজনৈতিক প্রশ্রয়ে
এখনো অন্ধকারে রং দেখতে পাওয়া যায়
সেই লাল রং, ফিকে হয়ে আসে মাঝে মাঝে, এরই মধ্যে কোথাও প্রহর ভাঙছে মৌনতা…
এভাবে আততায়ী শিকারের আশায়
দিন থেকে রাত, ভোরের অপেক্ষায় মুহ্যমান
পাঁজরের মাংস শিথিল হয়
রাজনৈতিক প্রশ্রয়ে
ঝলসানো চোখ বুজে আসে রাতের অন্ধকারে
নিশাচরের পাহারায় থাকে শত লাঞ্ছিত চোখ
যারা পেটের তাগিদে বাজি রাখে দিশাহীন জীবন
রক্তের গন্ধ আসে নাকে,
আমরা রুমাল চাপা দিই, দুর্গন্ধের জন্য…
শুধু সময়ের সাথে কথা বলি,
আমাদের নিরন্তর যে মনের ভাষা, যেখানে মান-অভিমানের পালা নিশ্চিত হয় নির্দিষ্ট সন্ধিক্ষণে
শব্দরাগ
আমার আপনার শিরায় শিরায় প্রবাহিত হয়ে আসছে জন্মলগ্ন থেকে,
আমাদের অস্থিমজ্জায় রয়েছে নাড়ির অনুভূতি,
বিস্ফারিত চোখে ভেসে আসে হাজার অনুভূতির শোক, নিস্তব্ধতার হাতে সমর্পিত হয় আমাদের কান্না জড়ানো গোপন কথা…
ছিন্ন চিহ্নের সন্ধানে আমরা হাঁটব আলোকবর্ষ কালো পিচের রাস্তায়, তন্দ্রাচ্ছন্ন চোখে নেমে আসবে ঘুম নিঃশব্দে, অন্ধকার রাত্রি জানান দেবে কোন দৈববাণীর, যেখানে আমাদের মৃত্যু লেখা থাকবে, আমাদেরই অজান্তে…