Hello Testing

4th Year | 3rd Issue | June-July

৩০শে আষাঢ়, ১৪৩০ বঙ্গাব্দ | 16th July, 2023

প্রচ্ছদ কাহিনী, ধারাবাহিক গদ্য, ছোটোগল্প, গুচ্ছ কবিতা, কবিতা, প্রবন্ধ, উপন্যাস, স্বাস্থ্য, ফ্যাশান ও আরও অনেক কিছু...

কো থা য়  কি

বারাকপুর স্টেশন পত্রিকার তৃতীয় বার্ষিক সংখ্যার উদ্বোধন

বারাকপুর স্টেশন পত্রিকার তৃতীয় বার্ষিক সংখ্যার উদ্বোধন হল ১৯ ডিসেম্বর ২০২১ বারাকপুর গান্ধী স্মারক সংগ্রহালয়ে এক শীতের দুপুরে। রঞ্জিনী ও অনুরণন মুখোপাধ্যায়ের উদ্বোধনী সঙ্গীতের পরে কবি সজ্জ্বল দত্ত স্বাগত ভাষণ রাখেন। উদ্বোধক সুধীর দত্ত, সৈয়দ কওসর জামাল এবং লুৎফর রহমানের মূল্যবান বক্তব্য শ্রোতাদের প্রথমেই আকৃষ্ট করে। সুধীর বাবু কবিতা বিষয়ে তাঁর বক্তব্যে বলেন “যে কবিতা একবার পড়লে শেষ হয়ে যায় তা উচ্চস্তরের কবিতা নয়। যে কবিতা আমাকে ভাবাচ্ছে, বিরক্ত করছে… কবি তাঁর কবিতার অভিঘাতে প্রচলিত শব্দকে মন্ত্রময় করে তোলেন, শব্দের প্রচলিত ছাল-চামড়াকে ছাড়িয়ে তাকে অন্য মাত্রা দেন — এটাই কবির কাজ।” কবি কওসর জামাল ফরাসী কবিতার সাথে বাংলা কবিতার চমৎকার তুলনামূলক আলোচনা রাখেন। লুৎফর রহমান তাঁর অনন্য ভঙ্গিতে বলেন ” এই কয়েদখানা, এই কারখানা, এই পুলিশ, এই রাষ্ট্র, এই দেশ, এই দারিদ্র্য, এই অভাব, এই এরোপ্লেন, এই ব্যাঙ্ক — এসব আমার সৃষ্টি অথচ এরা আমায় বন্দি করে ফেলেছে। যে মানুষটা এই কথা বলতে পারে, এই বন্দিত্বের বাইরে যে লোকটা যাওয়ার সাহস দেখায় আমি মনে করি সেই কবি।” অরুণাংশু ভট্টাচার্য এইবছরের পত্রিকার চরিত্র বৈশিষ্ট্য তুলে ধরেন।

এই সংখ্যায় রয়েছে কবি কালীকৃষ্ণ গুহ’র একটি মূল্যবান দীর্ঘ সাক্ষাৎকার। কবি পার্থপ্রতিম কাঞ্জিলাল এবং তাঁর কবিতা বিষয়ক গভীর আলোচনা। কবি রাম বসুর অপ্রকাশিত চিঠি এবং কবিতার পান্ডুলিপি। প্রায় পঞ্চাশ জন কবির কবিতা এবং সেইসাথে একাধিক গ্রন্থপাঠ অভিজ্ঞতা। বারাকপুর স্টেশন পত্রিকার সম্পাদক রাজদীপ ভট্টাচার্যের নতুন কাব্যগ্রন্থ ‘এল ডোরাডো’ প্রকাশ পায় গুণীজনেদের সানুগ্রহে। দেবজ্যোতি রায়, পার্থপ্রিয় বসু, রামকিশোর ভট্টাচার্য, বৈদ্যনাথ চক্রবর্তী, প্রণব বসুরায়, বিপ্রতীপ দে প্রমুখ বরিষ্ট কবি এবং অনেক নবীন কবির আন্তরিক অংশগ্রহণে ও কবিতাপাঠে সমগ্র অনুষ্ঠানটি প্রাণময় হয়ে ওঠে। কবি ও প্রাবন্ধিক পীযূষ পোদ্দার তাঁর বক্তব্যে শঙ্খ ঘোষকে স্মরণ করেন। পত্রিকার সকল সদস্য যেমন ঈশানী রায়চৌধুরী, তারকনাথ মুখোপাধ্যায়, রঞ্জনা ভট্টাচার্য্য, পৃথা চট্টোপাধ্যায়, ঝুমা মজুমদার, জয়া বিশ্বাস, শ্রীময়ী দে এবং গৌতম বাড়ই -এর সার্বিক সাহায্যে সাফল্যের সাথে অনুষ্ঠানটি পরিচালিত হয়।

আরও পড়ুন...