Hello Testing

4th Year | 3rd Issue | June-July

৩০শে আষাঢ়, ১৪৩০ বঙ্গাব্দ | 16th July, 2023

প্রচ্ছদ কাহিনী, ধারাবাহিক গদ্য, ছোটোগল্প, গুচ্ছ কবিতা, কবিতা, প্রবন্ধ, উপন্যাস, স্বাস্থ্য, ফ্যাশান ও আরও অনেক কিছু...

কো থা য়  কি

বইপৃথিবী

তরুণ কবি সায়ন ভট্টাচার্য সম্পূর্ণ নিজের উদ্যোগে গড়ে তুলেছে আস্ত একটা লাইব্রেরী। আমরা তাঁর মুখ থেকেই শুনব তাঁর স্বপ্নের কথা…

‘বইপৃথিবী’ – আমার নিজস্ব লাইব্রেরী। তবে এখন থেকে সেই লাইব্রেরীতে আমি একা পড়াশুনা করবো না – সমস্ত ছাত্র-ছাত্রী ও বইপ্রেমীদের জন্য লাইব্রেরীর দ্বার আমি মুক্ত করে দিচ্ছি । তারা বিনামূল্যে Reading এর জন্য ব্যবহার করতে পারবে এই লাইব্রেরী।

সাহিত্য , সমাজ বিজ্ঞান সমাজবিদ্যা, শিল্পকলা ও নাট্য সাহিত্যের পাঠ করার মতো যথেষ্ট বইপত্র আছে। বইপত্র আমি আরও ভবিষ্যতে জোগান দেবো ছাত্র ছাত্রীদের জন্য।

সংস্কৃতির পরিচয় ও সময়ের ভাবনা চিন্তা বইয়ের সাহায্যেই জানা যায় । বইকে ভালোবাসার কারণগুলো হয়তো আমাদের তরুণ প্রজন্মের কাছে তুলে ধরা হয় না। শিক্ষা একটা বেগবান গতিধারা – কোনও মহামারি কিংবা লকডাউন তাকে প্রতিরোধ করতে পারবে না।

এই মাস থেকেই শুরু হয়ে যাচ্ছে দুটি পাঠচক্র – নাট্যপাঠচক্র, সংস্কৃতিবিদ্যা পাঠচক্র।

আরও পড়ুন...