ক বি তা
বদলে যাচ্ছে প্রচলিত সম্পর্কের হিসেবনিকেশ
পোষ না মানা আমাদের কথোপকথন
একগাছি পীড়াদায়ক সম্প্রচার নিয়ে
এলোমেলো দুঃখের ঝিলমিল
রয়ে যাচ্ছে ত্রুটিবিচ্যুতি
খাতাজোড়া কাটাকুটি
দোষ-গুণ-ক্ষমা
প্রাপ্তি কিংবা শূন্যতা ভুলে
সময়ের কাছে প্রার্থনা বাকি রাখি
ব্যতিক্রমি প্রস্তুতিপর্বে
একঘেয়েমির যৎসামান্য অবকাশ
নিরুদ্দেশ জেগে,
আমরা কক্ষনো কেউ আর
উত্তেজনা ওড়ালাম না
ছোঁয়াছুঁয়ি খেলা চলল বাতিল রাতগুলোতে
আমরা না-ছুঁয়েই স্পর্শ নিলাম
স্বপ্নের ভেতর সুখ
সুখের ভেতর সম্পর্কগুলিকে
খুচরো রাতবিছানায়
বিস্ময়কর সারল্যে কাটালাম
কিছু প্রান্তিক সময়