বাং লা দে শে র ক বি তা
সবুজ ধানের রোয়ায় হলদেটে আগায়
ঝিরঝিরে বাতাসে খেলছে ফিঙে–
বারোমাসি মন লেইস ফিতে বেঁধে
হেলে-দুলে পার হচ্ছে বাঁশের সাঁকো।
তের্পলের ছাউনিতে বৃষ্টি থেমে গেছে,
বরইয়ের ফুল গা-ঝাড়া দিয়ে হাসলো–
সূর্যের আলোময়ী মেয়েরা নদীর জলে
সাঁতরাতে নেমে নূরাণী ঝলকানি!
তিড়িংবিড়িং ছাগল ছানার বিষ্ঠায়–
ফোটে, দুঃসহ গেন্দাফুল…
চুলোর উনুনে যখন ভাত ফুটাবে
তরকারী-চা রাঁধবে
ননদীর ঢঙ-মশকরার
বেআবরু কথালাপে–
তুমি হাসলে
আগুনের ঝিলকেয় দেখো–
দেখবে আমার মুখাবয়ব,
কান্নার রোলে আগুন উপরে
উঠে যাচ্ছে
এবং আমিও।