ক বি তা
লাপিস-লাজুলি আকাশের দিকে
আর কী-ই বা চাইব?
যেটুকু পেয়েছি ভাত,
যেটুকু পেয়েছি বেরেলাবনের নিখাদ শ্যামল এতেই
বরং খুশি হয়ে থেকে যাব
যে কথাটির আশ্রয়
দিনের পর দিন ক্লান্ত হয়ে ফিরে আসি
সমস্ত নিরাময়
আসি ফিরে—
আমি বুদ্ধ হয়ে বসি তোমার গভীরে।
রোদের থেকে এসে আমারও ছিল আই-ফ্লোটার
যেসব কথা বলতে যাব না তোমাকে
সেই সবই আমার গভীরে আউলায়,
শরীরে কখনও হঠাৎ মেঘ, সুখী পতঙ্গ
আমি জানি, যে কোনো কাজের ভাত বড় শান্তির
আমাকে স্থির থাকতে দেয়নি রোসারিয়া
কুকসিমা হারিয়ে যায় আমারও
প্রকৃত সৌন্দর্যের একটা নরম আলো থাকে,
বন জঙ্গল আমার কাছে কাব্যিক হয়েছে বলে
তোমাকে ভালো লাগে, ঈশ্বর ছুঁতে পারি