বাং লা দে শে র ক বি তা
মানুষ এমনই হয়!
বোবার ঠোঁটের নিচে অস্ফুট কথার পাথর
আত্মনিগ্রহে ভেঙেচুরে যায়
বোঁটার অসুখে ফুল ঝরে পড়ে
পাতা কি জেনেছে?
দূরে যেতে বলা মানে–
আরও গাঢ় হয়ে বসা
এইটুকু জেনে যদি
আমাকে ফিরিয়ে আনো
খুব বেশি ক্ষতি হয়ে যায়?
দুঃখকে বয়ে যেতে দিতে হয়, শিখুক সে সহজ সাঁতার
উপেক্ষা ত্বকের মতো, তাকে কি আলাদা করা যায়?
সেও তো শরীর, মিলেমিশে থাকে, মানে-অপমানে
জানে প্রেম, সে অন্ধ চড়ুই— যার নিজস্ব কোনও ঘুলঘুলি নেই।
দুঃখের চিবুকে হাত রাখতে হয়। বয়ে যেতে দিতে হয় দুয়েকটা আষাঢ়
জল জানে—
হৃদয় আনত গাছ, সমর্পণ ছাড়া আর কোনো বাতাস নেই তার।