Hello Testing

4th Year | 3rd Issue | June-July

৩০শে আষাঢ়, ১৪৩০ বঙ্গাব্দ | 16th July, 2023

প্রচ্ছদ কাহিনী, ধারাবাহিক গদ্য, ছোটোগল্প, গুচ্ছ কবিতা, কবিতা, প্রবন্ধ, উপন্যাস, স্বাস্থ্য, ফ্যাশান ও আরও অনেক কিছু...

স্ম র ণ ।  পি না কী  ঠা কু র

শ্রী জা ত

srijato2

ভাসান

বৃষ্টি ঝরে চলে বিরামহীন…

পিনাকী ঠাকুরের যাবার দিন।

 

পিনাকী ঠাকুরেরা কোথায় যায়?

এমন মেঘ ঠেলে, এ বর্ষায়

 

শরীরে লেগে থাকা মফসসল

শরীর পুড়ে গেলে আগুন জল।

 

সে-জলই শেষমেশ বৃষ্টি হয়।

এখানে বাঁচা মানে মৃত্যুভয়।

 

গহন মেঘছায়ে। দহন ক্ষীণ…

পিনাকী ঠাকুরের যাবার দিন।

 

এবারে মেলা শেষ। ধুলোর গান,

শিরোপা খুলে পাওয়া অসম্মান,

 

কিছুই থাকবে না। কেবল সেই

লেখারা থেকে যায়। মুক্তি নেই।

 

কবিতা থাকে শুধু। পাতার ভাঁজ।

তরুণ কাব্যের যুদ্ধসাজ।

 

তারই তো জয় হবে। তারই তো জিত।

শতক পার করা বৃষ্টিশীত…

 

পিনাকী ঠাকুরেরা ভাসান যায়…

আমরা রইলাম। অপেক্ষায়।

*লেখাটি ‘দাঁড়াবার জায়গা’ পত্রিকার পিনাকী ঠাকুর সংখ্যা থেকে পুনঃপ্রকাশ করা হল।

আরও পড়ুন...