ক বি তা
তোমাকে আবার দ্যাখো জড়িয়ে ধরেছি
শেষ বার যেভাবে কান্নার রঙে জাপ্টে ধরেছিলে…
তারপর কত যুগ খসে গেল
কেমোর আশ্লেষে
মুছে গেল দুপুরের বারবেলার ঢেউ…
আবার তোমাকে দ্যাখো ধরেছি জড়িয়ে
পুরনো শাড়ির ভাঁজে ভাঁজে —
কত কত অসফল মায়া লেগে আছে
যন্ত্রণার অবুঝ-আকাঙ্ক্ষা কত জেগে আছে
নিভে যাওয়া মায়ের শাড়িতে…!
তোমাকে নিজের মুখে নিষেকের খবর দিয়েছি
গোপন দাম্পত্য-কথা শেয়ার করেছি
ডিজিট্যালে
জড়িয়েছে পুরনো শিকড়-টান দু’চোখের মাঠে
খাঁ খাঁ রোদ… পুড়িয়েছে ভেজা অনুভব
ক’দিনের সহ্য সহ্য খেলা
নিভে গেল বাউল আবেগে ডিসেম্বর !
তোমাকে নিজের মুখে ভাঙনের খবর দিয়েছি
গোপন সম্পর্ক-ছবি ছড়িয়েছি ডিজিট্যাল-রকে
বিশ্বাস ঘাতক হ’য়ে নেমেছে কপালে
খাঁ খাঁ মন ঝলসে গেছে ঈর্ষার আগুনে …