ক বি তা
১
গাছেদের কাছে অনিচ্ছুক ক্রিয়াপদও বৈরাগী, অতঃপর
পরাজিত সঙ্গমের পরে করিডোরে মৃগশিরা আসে, নিরক্ষর হাসি নিয়ে
যদিও এটি একটি নক্ষত্রের নির্মেদ আলো, অথচ
মহিলাটি কীভাবে নিজেই কৃত্তিকাসম; তবুও
আলোর নিপুণ কৌশলে পুরুষের বায়োপিকে পুষ্যা ও পরাশ্রয়ী, বিষণ্ণ নদীজল
জলের দাগে সেই পুরুষের ঘুম এখনো স্বপ্নাচ্ছন্ন রাকা
বিছানায় শুয়ে রয়েছে পুণ্যমাখা সুবর্ণ আকাশ আর
আলগা হয়ে আসা ঊরুর মাপ, মাঝ দিয়ে শুদ্ধকল্যাণ সুরে বেরিয়ে আসে শতভিষা, তবুও
অধ্যায় বদলেছে অচৈতন্যে পড়ে থাকা আঙুল মিলনের, তাই…
২
আমি পাহাড়ি হাওয়ার সিম্ফনি ভেঙে ভেঙে পরমাণু সমান ফাঁকা আর
ঝিম লাগা ফুসফুস জ্বালিয়ে আরাম নিই শ্রাবণীস্তনের, দুরন্ত বৃন্তে পুরুষের অহঙ্কার এখনো লেগে রয়েছে রাত হয়ে, দেখো
কীট বসতে দিও না, শিশুর ঠোঁটে আরো গাঢ় হয়েছে রং
তুমি আবহমান জলে নিটোল আ-বুক ছুঁয়ে থাকো, আর
জল, তন্বী হয়ে উঠুক কুলুকুলু ঢেউ খেয়ে…