Hello Testing

4th Year | 3rd Issue | June-July

৩০শে আষাঢ়, ১৪৩০ বঙ্গাব্দ | 16th July, 2023

প্রচ্ছদ কাহিনী, ধারাবাহিক গদ্য, ছোটোগল্প, গুচ্ছ কবিতা, কবিতা, প্রবন্ধ, উপন্যাস, স্বাস্থ্য, ফ্যাশান ও আরও অনেক কিছু...

ক বি তা

ধৃ তি মা ন   ত লা পা ত্র

কেমন এ সমুদ্র চোখ

কেমন এ সমুদ্র চোখ!

চলে যাওয়া নিঃশ্বাস কোমরে বেঁধে রাখে। খোলা বুক। 

দুটো মৃত বালিশের ঠাণ্ডা বাতাস ঝুলছে।

কেমন এ সমুদ্র চোখ!

দুটো উড়ে যাওয়া চুলে

একটা মিষ্টি দিন ঘুরপাক খায়।

এবারের মতো কোনো এক সকাল বন্ধক দিলাম,

ডুবতে বসা যুদ্ধবিমান ফিরে আসে,

কেমন এ সমুদ্র চোখ!

তুমি দূর থেকে ছুঁয়ে যাও,

এক শতাব্দী বিবাদ যাক ঘুচে।

ঘর বরাবর আবার গাছ জন্মাক,

আতর, তুমি চুল ছেড়ে দাও

কেমন এ সমুদ্র চোখ!

            

ধরুন, আপনি প্রেমে পড়লেন

আপনার ঘুম ভেঙেছে অনেক আগেই,

অবচেতনের স্তরে দেখেছেন ফুল, পাখি ও প্রেমের মানুষকে,

ঘরের পাশ দিয়ে বয়ে যাওয়া নদীর পাড়ে গিয়ে বসলেন,

ভাবনার শিকড়ে যত গাছেদের জন্ম হয়েছিল

সবেতেই খুঁজে পেয়েছেন ফুল, পাখি ও প্রেমের মানুষকে।

নদীর স্রোতে সরলভাবেই ভেসে যায় কতো ফুল

আপনি পেয়েছেন দেখতে? হয়তো না।

অনেক ভাঙলেন নিজেকে,

পাশেই জমেছে পাখিদের সাপ্তাহিক সভা,

হয়তো দৈনিক শস্যদানার হিসাব চলছে তাদের, 

আপনি দেখতে পেয়েছেন? আপনার সমস্ত রঙ দিয়ে তৈরি পাখিকে?

প্রেমে পড়েছেন বহুদিন হল

ভাঙচুর করেছেন প্রেমের দোকান,

 দেখা হয়নি প্রেমের মানুষকে।

তাকে দেখতে চেয়েছিলেন বহু সময়

ধরে

সবশেষে হাজির এক শূন্যতার ডুবোজাহাজ।

 

পাখি জীবন হয়ে, ফুল সৌন্দর্য মেখে উধাও। 

মাটির কাছাকাছি আমি, আপনি…

আরও পড়ুন...