ক বি তা
১
বন্ধু কাগজ, বন্ধু বই, বন্ধু কবি, বন্ধু প্রকাশক
হৈ-হুল্লোড়, আড্ডা-সেলফি, কবিতাপাঠ
পাঠক কারোর বন্ধু নয় বলে অধোবদন হেঁটে যাচ্ছে মাঠে
ব্যাগভর্তি আমাদের নির্বাচিত আহাম্মক
২
তাজমহল দেখবে বলে বেরিয়েছিল ছেলেমেয়ে দুটো
কে ওদের এনে ফেললো এখানে?
ভুল বাস? ভুল লোক? নাকি নিছকই মাইলফলক?
মেলার মাঠে হাজার ওয়াটের আলো আর খুশি খুশি স্তাবক…
এসব ওরা হাঁ করে দেখছে – আশ্চর্য জগৎ!