ক বি তা
আমি তো গাছের মত নিজেকে সংযত করে রাখি নীরবে একাকী, কথাহীন। তবুও ভিতরে তুমি বারবার ভেঙে যাও আয়নার মত। তুমুল আঙুলে খুঁজে তোমাকে কুড়াই, বুকের ভিতরে রাখি পাখি আঁকা ছবি। শিখে গেছি কীভাবে লুকাতে হয় গোপনের ঢেউ। তোমার বুদ্ধির কাছে যতবার হারি তার চেয়ে ঢের বেশি পরাজিত তোমার হৃদয়ে। তুমিও তো জড়িয়েছো কাঞ্চনের জালে। শরীরে আকন্দ আঁঠা, দোলে মুক্তাফল, বিশল্যকরণী বুনি বুকের জমিতে। বর্ষা ঋতু নষ্ট করে চোখ তাই এত আবছায়া দেখি। মনে মনে ডাক তুমি ‘গোলাপ, গোলাপ’, পড়ে থাকে কাজ, চলে নীরব সংলাপ