ক বি তা
জল নেই বলে শুকনো নদীতে
মাথা পেতে আছি।
ক্লাউড বার্স্টের মেঘ ,
আমাকে, ফ্ল্যাশ ফ্লাডে ভাসিয়ে নিয়ে যাও।
আমি পাহাড়ের ও-প্রান্তের ঢাল
যেখানে বৃষ্টি হয় না।
আমি শুধু অনুভব করি,
সম্পর্ক নামক দরজায়
আমার লেডি লাক নেই।
একা। একা। বংশবিস্তার করা প্রাণী-জন্ম
ধারণ করেছে, মহাকাল।
তোমার স্তন। যৌনী। নাভি-চিহ্ন।
তোমার ঠোঁটের থেকে সিগারেট আর
হাতের নেল পালিশ থেকে উঁকি মারা গ্লাস।
হিলের জুতো। সর্ট ড্রেস।
আকাশেরও গায়ে কালো দাগ আসে
আমার মধ্যরাতে;
শান্তির ঘুমে
অতীত থেকে ধার করে আনা পোকা
বেগন স্প্রেতে ভাসছে
যেন নিয়ম আর নিষেধের নাৎজি ফলকে
অনলাইনে মেপে নেওয়া কার্বন।
আমি লাল রঙ, আর দেখেছি
সবুজ, গেরুয়া, কালো, সাদা, নীল;
গড়মিল থেকে আবার ভেসে উঠুক আটলান্টিস।