ক বি তা
যে ভাবে পৃথিবীর মাঝ বরাবর চলে গেছে
আমাদের সম্পর্কের মাঝেও
এমন একটা নিরক্ষরেখা ভেদ করে চলে গেছে।
দুই মেরুতে ভাগ হয়ে গেছি দু’জন
অথচ দেখো সেই পৃথিবী একটাই।
সবার থেকে বিমুখ হয়ে যদি বলি— কাউকেই ভালোবাসি না!
তাহলে হবো স্বার্থপর
সবাই কে সমান ভাবে ভালোবাসলে
কেউ কেউ আড়ালে বলবে— আদিখ্যেতা!
দ্বিধাগ্রস্ত হয়ে দাঁড়িয়ে আছি
কেউ একজন বলুক, কোন পথে যাওয়া যায়?