ক বি তা
সংসার সাজাতে গিয়ে যে যুবকটি কুড়িয়ে নিচ্ছে অভাব
জড়ো করছে দিনরাতের অসুখ
এমন এক ভোরবেলার কথা মনে করে সে
সংসার ত্যাগী হতে চায়
শেষ ইচ্ছা জানাতে গিয়ে সে ভাবে
এ দেশে তার কেউ নেই
হাহাকারের ভেতর কান্না ছাড়া
স্টেশনে নামার আগেই ঢুকে যাচ্ছি আর এক স্টেশনের দিকে
কোনোরকম সিগন্যাল ছাড়াই
অথচ কোনো টি -ব্রেক পড়লো না
উঠে এলো না কোনো বর্ষশেষের গান
লং জার্নি জুড়ে কেবল দু’জনের কথোপকথন