ক বি তা
সুমধুরভাবে বাঁচার জন্য একটা
দক্ষিণের বারান্দার দরকার
নীল আকাশে জেগে থাকে ধ্রুবতারা,
জানালার কাচ দিয়েও স্পষ্ট থেকে যায়—
পাইনের বনে একটানা অচেনা পোকার ডাক, অর্কেস্ট্রার তান—
এসো আবার ডানা মেলি,
বৌদ্ধ গুম্ফায় সুরের মূর্ছনা—
শান্ত বুদ্ধদেব কত উঁচুতে—
সকল হিংসা মুছে—
তবুও অশ্বত্থ গাছের নিচে
সাদা পায়রার ডানা,
বিদ্যুৎ তরঙ্গ আর
অশ্রুনদী প্রবেশ করছে বনের ভিতর।
কতদূর থেকে ডাক দিয়ে যায়
অথচ ভেতরে ভেতরে কত সহজেই
হাত রাখে হাতে, দেখা না হলেও
দেখা হয়ে যায় রোজই।
জলপ্রপাতের মতো আছড়ে পড়ছে
মুক্ত আকাশ
অবসর নেই মুখ ফেরানোর
উদাসীন হয়ে থাকি।
জলের গায়ে জল পড়ে
শিহরণ হয়…
দমকা হাওয়া ঘোরে ফেরে
নিশ্চিত থাকি,
দিনযাপন সংক্ষিপ্ত হয়।
পাতার ছায়ায় লুকানো থাকে
পাখির বাসা—
কুসুমের কাঞ্চন ফুলে
মৌমাছি আসে—