ক বি তা
১
ক্রমশ ঢালু হচ্ছে বৈদিক শ্রম খাদ। বাজারের ছেঁড়া ব্যাগে ঢুকে বসে আছে মাছখেকো অলস দৃষ্টির বেড়াল। পথে নয়ানজুলি পেলে, ওকে বের করে ছেড়ে দেব ঘোলা জলে মাছ ধরতে। যে লাটিম সম বাস্তুতন্ত্রে খাবারের বিনিময়ে পিঁপড়ে বৃষ্টির তত্ত্বতালাশ আনে সেখানে স্রেফ লুকিয়ে, সন্তর্পণে হেঁটে একটি মাছের পিস সংগ্রহ করবে বেড়াল, তা হয় না।
২
বরফের পিচ্ছিল সাদা পিঠ।
পর্বতারোহী জানে
এ মসৃণ পথ
মৃত্যুর করতলে ধেয়ে যায়–
অথচ সোজা জীবন চাওয়া মানুষ
কত সহজে পাহাড় বিলাসী হয়ে ওঠে।
৩
চোখের দ্রাঘিমা রেখায় কালি লাগে ভোররাতে। ধূলিকণা এসে পাউডার হয়ে কোমল করে কপালের কালো চাঁদ। হ্যারিকেনের অন্তর্নিহিত আগুনের শিষ অজান্তে মুখে উঠে আসে প্রসাধনী হয়ে।
রিং রেডি। রিং মাস্টার রেডি।
শুধু জোকারকে প্রাপ্য সময় দিল না সার্কাস। ও সিংহের সামনে কৌতুক সাজাবে প্লেটে।