বাং লা দে শে র ক বি তা
আমাদের হৃদয়ের চেয়েও উজ্বল হয়ে উঠছে পৃথিবীর প্রার্থনালয়গুলো।
লক্ষ্য করুন, সমস্ত হৃদয় সঙ্কুচিত হতে হতে পরিণত হচ্ছে
একেকটি ব্লাকহোলে—
যা গ্রোগাসে গিলছে সভ্যতার সকল পবিত্র গ্রন্থের কোমল
ও সহিষ্ণু অক্ষর
এর দরুন বইগুলো বারুদ হয়ে উঠছে।
এবং ক্রমশ ওই অন্ধকূপে অদৃশ্য হচ্ছে মানুষের প্রতি মানুষের
দানের গোপন হাত
ফলে হাত পেতে আছে অসংখ্য হা-ভাত।
অন্যদিকে প্রার্থনালয়গুলো হতে সৌন্দর্য ফেটে পড়ছে,
জায়গা করে নিচ্ছে পৃথিবীর সপ্তম আশ্চর্যে
আর মানুষ হিসেবে আমরা ক্রমশ আমাদের জায়গা হারিয়ে ফেলছি।
সকল চোখ ফুলের সৌন্দর্য দ্যাখে কিন্তু কতজন ভেদ করে সুগন্ধের রহস্য—
জেগে থাকো যখন সবাই নিদ্রামগ্ন। ঠায় বসো অন্যদের হাঁটার সময়।
চুপ করো অজস্র কথার বুদ্বুদে। অতঃপর উলঙ্গ হও সূর্যের মুখোমুখি-
দ্যাখো আলোর সাতটি নদী।
পৃথিবীর পথে পথে’ই মিরাকল থাকে! সময়ের ডায়ালে যারা পা উঠিয়ে রাখে-
তারা এর পায়’না নাগাল।