Hello Testing Bangla Kobita

3rd Year | 6th Issue

রবিবার, ২৬শে কার্তিক, ১৪২৯ বঙ্গাব্দ | Sunday, 13th Nov 2022

প্রতি মাসে দ্বিতীয় রবিবার

প্রচ্ছদ কাহিনী, ধারাবাহিক গদ্য, ছোটোগল্প, গুচ্ছ কবিতা, কবিতা, প্রবন্ধ, উপন্যাস, স্বাস্থ্য, ফ্যাশান ও আরও অনেক কিছু...

ক বি তা

অ র্থি তা   ম ন্ড ল

লুপ্ত ঘ্রাণের স্পর্শ

অমাবস্যার রাত জুড়ে নৌবিহার। নগর গণিকার ঘুঙুরে বেহুলার অশ্রু ঘাম

মৃদঙ্গ বাজিয়ে একা ফিরে আসে নাগরপুরুষ। গৃহস্থ সংসার ঘিরে সাপেদের ফোঁস

ধুপশোক অভিশাপ তখন পূর্বাপর পাপ—

 

আমি তুমি হেঁটে যাই দেহপল্লবে বৈষ্ণবী রং

কত কাল কেটে গেলে আমাদের রাত নামে

নদীতে ধুয়ে ফেলি পা, মুছে যায় সব

আদৌ মোছে না অভিশাপ গাথা! লুপ্ত ঘ্রাণে দেখো অনন্ত অসুখ

 

বিষফুল

ডমরু বাজিয়েছেন তিনি, নারীদের ব্রত ঘিরে গুহাচিত্র কলা

শিকারি ফিরেছে দূর, হরিণ ভুলেছে সে ‘আপনা মাংসে হরিণা বৈরী’—

এসব ক্ষণিক মুহূর্ত, শিঙায় ফুঁ দেন পূর্বপুরুষ পিতা

আমি তুমি সুখ মাখি, গুছিয়েছি বৃক্ষপূজা উপাচার

পদ্ম আলপনা ঘিরে আমাদের আজন্ম বিশ্বাস—

তারও পরে সাপুড়ের বীণ নাগমাতার দীর্ঘশ্বাস ঘন হয়,

আমাদের শরীরে আগুন নাগরিক যাত্রা বিলাপ

সবকিছু তুলে রাখি ছড়িয়ে দেই যব ভুট্টা গম

বিষ খাই, জল খাই দেহের গভীরে বাঁশি বাজে অমলতাস ফুল

আরও পড়ুন...

প্রতি মাসে দ্বিতীয় রবিবার