Hello Testing
ক বি তা
১
কিছু কথা গোপন ছিল
কিছু কথায় অপার মুগ্ধতা
অস্থির প্রার্থনা কিছু
কিছু বিকল্প ভালোবাসাবাসি
২
প্রকাশেও অপ্রকাশ থেকে যায়
যাবতীয় ইশারা সমন্বয়
অকারণ গোপন সখ্য
ভালোবাসার ভান
৩
গোপন পরকীয়া গল্প জমায়
শোনায় অন্য গান
এতো ভারি সহজ খেলা
যাযাবর মন