ক বি তা
সংঘশক্তি ভেস্তে দেয় সব ষড়যন্ত্র
শবরাজ্যের দুর্নীতিতে তদন্তে তোলপাড় করে
উঠে আসে কফিনবন্দীরা
প্রতিদিন সওয়াল-জবাবের চামর
ঢুলে পড়ছে ড্রয়িংরুমে
যে যার মতন নিজেদের মুখ দেখছি
আতঙ্কতন্ত্রের অভয়মুদ্রায়
ঝড়ে জলে না মোছা সম্পর্কের গান
লিখে রাখি স্মৃতির পাতায়
গন্তব্যের সিংহদ্বারে বেজে ওঠে মল্লারের মীড়
পায়ের তলায় ক্ষয়িষ্ণু মাটির আর্তনাদ শুনতে পায়
ঝরা ফুলের পাপড়িরা
আশ্চর্য সকালের ভ্যাপসা গরমে ঝুঁকে পড়ে
রেশন কার্ড খুঁজে নেয় দিন যাপনের ইচ্ছেরা
একটি প্রাগৈতিহাসিক সন্ধ্যা
কিংবা মৎস্যভূক রাতের জঠরে বেজে ওঠে
দুখী মানুষের কণ্ঠস্বর
মানুষের সীমাহীন লোভের লালায় ভিজে যাচ্ছে
ক্ষিতি ও মরুৎ
স্বচ্ছতার ভেতর অস্বচ্ছতার বাবুই বাসা বোনে দিন রাত
দুলে ওঠা নাকের নোলকে মাতৃবন্দনার সিঁদুর খেলায়
মেতে উঠেছে গোধূলি আকাশ
প্রজাতান্ত্রিক ভারতের গণকণ্ঠ ঢাকা পড়ছে
টন টন নিউজপ্রিন্টের চাদরে
এভাবেও তো মানুষের কাছে ফেরার বাসনায়
ছক কষছে মাছরাঙা
উন্নয়নের বিচিত্র রঙের ধুলোয়
চোখে চোখে জ্বালা ধরানো হুংকার
ভণ্ড প্রহরের আনাচে কানাচে ছোঁ মারছে
শোষণের চৌষট্টি কলা
বীজের গায়ে লিখে যাই কান্নার অবিভাজ্য ধ্বনি…