ক বি তা
বিসর্জনের পর
ডোম।পুরোহিতের কাছে
এসব প্রথম জেনেছি
অচেনা আগুন গলতে শুরু করে
প্রতিটি মৃত্যু কাঠের গুদাম লাগোয়া
চিতায় জল ঢেলে দিলে
নাভি দীর্ঘজীবী হয়
স্নান শেষে
স্বর্গবাসী ধোঁয়া নামকীর্তন করে
বিষ্ণুর নাভির ভেতর থেকে
জন্ম নেয় মা
পুনর্জন্মের কথা জেনে নেয়
চিতার কলসি