Hello Testing Bangla Kobita

3rd Year | 6th Issue

রবিবার, ২৬শে কার্তিক, ১৪২৯ বঙ্গাব্দ | Sunday, 13th Nov 2022

প্রতি মাসে দ্বিতীয় রবিবার

প্রচ্ছদ কাহিনী, ধারাবাহিক গদ্য, ছোটোগল্প, গুচ্ছ কবিতা, কবিতা, প্রবন্ধ, উপন্যাস, স্বাস্থ্য, ফ্যাশান ও আরও অনেক কিছু...

ক বি তা

রা জে শ্ব রী   ষ ড়ং গী

মধ্যবর্তী

গন্তব্যের এই ছায়া পেরোতে গিয়ে দেখি
অনুতাপে ধোয়া কান্নারা মধ্যবর্তী ব্যথা হয়ে বাজে।

 

সারাটা শরীরে যেন আহত পেখম নাচায়।

 

অথচ আমরা পিঁপড়ের সারি ধরে হেঁটে যাওয়া মানুষ, প্রতিবাদী কাঠামোর গায়ে–

 

হাত কেটে ফেলে দিই অক্ষরমালা।

 

আর, কোনো প্রিয়- প্রিয় জীবনের স্বপ্ন সম্ভবনা ফ্যাকাশে আলোর রোদে অশ্রু শোকায়।

 

দাগ

এমন ভ্রমন কাহিনি লেখো আলোর সাক্ষাতে।

 

আজীবন ঘুমোনো পায়ের পাতাটির কাছে।

 

নিভে আসে প্লুত জ্বর। আঘাত নিয়ম মেনে গলে যাবে সেও একদিন।
পড়ে থাকবে কিছু মেঘ, বিষাদ শহর।
ধুয়ে মুছে রেখে যাবে যেভাবে ঘুমের কোলে জেগে ওঠে পাহাড়ের চূড়া।

 

প্রবীন নিদ্রার পাশে বসে শোনাবে জলের বাঁশিটি।

 

গভীর বনের ক্ষত মুছে যাবে ধীরে। অতি ধীরে।

 

আসলে সমস্ত ব্যথার দাগ সয়ে নিতে হয় নিজেকে অচিরে।

আরও পড়ুন...

প্রতি মাসে দ্বিতীয় রবিবার