Hello Testing

4th Year | 3rd Issue | June-July

৩০শে আষাঢ়, ১৪৩০ বঙ্গাব্দ | 16th July, 2023

প্রচ্ছদ কাহিনী, ধারাবাহিক গদ্য, ছোটোগল্প, গুচ্ছ কবিতা, কবিতা, প্রবন্ধ, উপন্যাস, স্বাস্থ্য, ফ্যাশান ও আরও অনেক কিছু...

ক বি তা

রা জু   দে ব না থ

গাছ 

একটা স্তব্ধতা 

তার নীরব একাকিত্ব নিয়ে দাঁড়িয়ে আছে !

 

হাওয়ায় মৃদু দুলছে ওর নিবিড় পাতাগুলো ;

ওর ছায়ায় এসে দাঁড়ালে–

প্রাণের আরাম খুঁজে পাবে তুমি !

 

ব্ল্যাকহোল থেকে বলছি 

কত  আলোকবর্ষ দূরে তুমি আছো– আমি জানি না,

শুধু এই কালো শূন্যতার ভেতর একতারা বাজাই ;

আর ভাবি, তুমি শুনতে পাচ্ছো– আমার একাকিত্ব  !

 

চাঁদের নির্জনতা 

যে চাঁদ জ্যোৎস্না ছড়ায় সবার আকাশে 

সেই চাঁদের নিজস্ব ক্ষত– ওর একান্তই নিজের ;

 

খুব কাছে গেলে বোঝা যায়–

কাতটা নির্জন ওর একাকিত্ব !

আরও পড়ুন...