ক বি তা
মিহি কুয়াশার ভেতর
কাঠের ঘোড়াগুলি দাঁড়িয়ে থেকেছে,
যুদ্ধের দিন শেষ, ঝনঝন
শেকলের শব্দ এসে
থেমে গেছে গৃহীর দরজায়,
শীত আসে, পাতা ঝরে
আলোনেভা বিকেল পেরিয়ে
আমরা দেখেছি, পথের
ধুলোর কাছে কিছু
তার চিহ্ন থেকে গেছে, আর
দীর্ঘ রাতের হিমে
দুঃস্বপ্নের মতো
ঘোড়াগুলি, ঘোড়াদের
ক্ষুরধ্বনি, ডাক আসে ভেসে।
দেখো এ-পথের শেষ নেই কোনও,
পায়ে পায়ে চঞ্চলতা
ফিরে যাবে গোধূলির দিকে,
আমিও তোমার দিগন্ত-ছোঁয়া
কান্নার ভেতর
নিরুদ্দেশ হব একদিন…