ক বি তা
মৃদু আলো আসে নতুন সেতারে
ভালবাসা ফোটে গ্রামে
তোমাকে আবার কাছে পাব বলে
আগুনের বুকে শুয়ে…
ভালবাসা যদি আগুন না রাখে
না রাখে উষ্ণ আঁচড়
তাহলে কীসের ভালবাসা হল
শব্দে ওড়াবে আতর…
দুই চোখে শুধু শিশিরের গান
দুই ঠোঁটে নোনা বালি
পুড়তে পুড়তে তোমাতে মিশেছি
শত জন্মের বাঁধন…
ভালবাসা শুধু বাঁধনের নয়
ভালবাসা দৃঢ় ছাদ
হাতে হাত রেখে পুড়তে পুড়তে
শত জন্ম পার…
বসন্ত ফুরাতে ঠিক কিছু ক্ষণ বাকি
অভিমানে ডুবে আছে আমাদের হৃদি
ভালবাসা শুধু জানে কোকিলের ডাকে
খুন হয়ে যাব বুঝি প্রহরে প্রহরে
কবিতা তোমাকে লেখে, তুমিও কবিতা
সময়ের ডুব জলে স্নেহময় ছায়া
শহরে শহরে বুঝি পলাশের বুকে
আমাকে তোমাতে খোঁজে, তোমাকে আমাতে
ফাগুনের জানালায় সবুজের মোহ
তোমার ঘুঙুরে রাখি আবিরের স্নেহ
অজস্র রঙের জলে স্নান সেরে এসে
খুন হয়ে যাই আমি তোমার হাসিতে
বেলা বুঝি শেষ হয় গোধূলির ডাকে
অভিমান ক্ষয়ে যায় হৃদয়ের রঙে
মন বলে কাছে এসো জোছনার ক্ষণে
আমাদের ভালাবাসা অনুরাগে মেশে…