বাং লা দে শে র ক বি তা
রাধিকা/ সাব্রিনা,
তোমার আঁচলে গিঁট বেঁধে রেখেছিলাম গোপন প্রেম,
যখন প্রথম রজঃস্বলা রক্তাভ কুমারী তুমি।
এর পর শুধু
অষ্টাদশী দোল পূর্ণিমাতে জোয়ার এলে নদের জলে
নৌকা ডুবলো একটি দু’টি কয়েকটিবার!
আর এখন আঁচলে দেখি সেই প্রেম কামরূপে বাঁধা,
আমি এখনো কুমার তুমি বিবাহিতা রাধা।।
হে ষোড়শী,
বিষণ্ণ বর্ষায় পা ডুবিয়ে তুমি, মুখ দ্যাখো জলে
আসমান চুঁয়ে চুঁয়ে পড়ে এই আষাঢ়ে-শ্রাবণে,
এর ফলে যুবতী হয় নদী।
আমারও নাভির নিচে মেঘ জড়ো হয়ে আছে,
আষাঢ় বার কয়েক কথা দিয়েও আসলো না
শ্রাবণও যদি না আসে— তবু তুমি এলেই তুমুল
বৃষ্টি হবে
আমিও চুঁয়ে চুঁয়ে গলে তোমার দেহেই ডাকবো বান।