Hello Testing

4th Year | 3rd Issue | June-July

৩০শে আষাঢ়, ১৪৩০ বঙ্গাব্দ | 16th July, 2023

প্রচ্ছদ কাহিনী, ধারাবাহিক গদ্য, ছোটোগল্প, গুচ্ছ কবিতা, কবিতা, প্রবন্ধ, উপন্যাস, স্বাস্থ্য, ফ্যাশান ও আরও অনেক কিছু...

গু চ্ছ  ক বি তা

শা শ্ব ত  গ ঙ্গো পা ধ্যা য়

মিথ ও মাশরুমের শহরে

সাদার্ণ অ্যাভিনিউ

 

যে তরুণ দেবদূত,

প্রেমিকার কাঁধে মাথা রেখে

 

সাজিয়েছে পাণ্ডুলিপি, লেকে বসে

রোদে জলে ঝড়ে

 

সেসব অক্ষর আজ কবিতার

খাতা থেকে নেমে

মর্নিং ওয়াকে যায়, দল বেঁধে পায়চারি করে

 

 

বো ব্যারাক

 

অ্যাংলো ইণ্ডিয়ান মেয়ে,

দেশ ছেড়ে চলে গিয়েছিল

 

ফিরে দ্যাখে, কলকাতায়

জঙ্গল আর হিংস্র শ্বাপদ

 

আজ ক্রিসমাস, নিচে খুব ভিড়

চুমুকে চুমুকে

ডিওনে আন্টির কাছে পান করে ঘরে তৈরি মদ

 

 

কুমোরটুলি

 

দেবী জন্মাবেন তাই, 

টিমটিমে আলো জ্বলে ঘরে

 

অস্ত্র দিতে হবে হাতে, 

নাকে কানে এককুচি সোনা

 

গর্জন তেলের ছোঁয়া, 

তুলি দিয়ে চোখ আঁকা হবে

সন্তান ভূমিষ্ঠ হলে, মনে পড়ে প্রসব বেদনা?

 

 

কেওড়াতলা

 

যে জীবন ফড়িঙের, দোয়েলের

তার থেকে দূরে

 

জীবিকার চাপে আমি 

থেকে গেছি গোপনে, অভাবে

 

আমার কবিতাগুলো

আমারই গরিব ছেলেমেয়ে

তারাই আমাকে কাঁধে শ্মশানের দিকে নিয়ে যাবে

আরও পড়ুন...