ক বি তা
১
বিপুল এক তপোলোকে ডুবে যেতে যেতে
এইমাত্র ব্লক করলাম ছায়ার ঘ্রাণ!
বীজ বোনা শেষ হলে
বধির হয়ে আসে আর্যসত্য
চুঁইয়ে পড়ে শিশির শব্দ—
এই অতৃপ্তিটুকু তোলা থাক
অনন্তের কিনারে—
ছিন্ন সুখ থেকে দুর্ভিক্ষ অবধি
ফেরবার পথ নেই, তাই
ঢেউ এর অতলে জমাট বাঁধছে মেঘ।
২
অন্তিম স্পর্শের পাশে চন্দ্রবিন্দুটি বসে আছে
চুপ করে, বড় ব্যর্থ মনে হয়।
আমি যে স্বরবর্ণটুকুই এখনো রপ্ত করতে পারিনি!
কীভাবে জানাবো তোমায়? এই নশ্বরতা
ক্রমশ নির্ভার করেছে আমায়।
যতিচিহ্নের মিছিলে দাঁড়িয়ে আছি।
নামো, রক্তক্ষরণ, নামো
আরো তৃষ্ণার্ত করো— দ্রষ্টব্য যা কিছু।