ক বি তা
কালচে আকাশের নিচে বেলাশেষের সাইরেন
ভালবাসার হাপরে ঝড় তোলো তুমি
মিতা,
এসো অক্ষত ফুসফুস নিয়ে
তোমার অবয়ব বুকে খোদাই করে
শিল্পী হবো আমি।
আমার পর্দায় সবুজ তুমি
তোমার পর্দায় আমি
ওয়াই–জেন এর বাঁধন ছেড়ে
আন্তর্জালের আঙিনায়
শত–সহস্র গিগাবাইটেও ফুরোয়নি
গল্পকথা তোমার-আমার
জীবনপাখির কাকলির মাঝে
এবার ফেরার পালা মিতাকে নিয়ে।