বাং লা দে শে র ক বি তা
তোমাকে ফেলে এসেছি
ফরয সালাতের সর্বশেষ রাকাতের মতো;
অথচ ভাবি, এ-ই শেষ…
তবুও বারবার
ডালিম ফুলের মতো
মুখ লাল করে
ফিরে ফিরে আসো;
তখন তাহাজ্জুদে নিমগ্ন
ভিজে ওঠে দু’চোখ
ফোঁটায় ফোঁটায়—
আহা—!
ডালিম ফুলের প্রতি উথলাতে থাকে দরদ।
রাত্রি ভীষণ উর্বর
বর্ষাদিন, টলমল যৌনদ্বীপ—
ভিজে ওঠে নিঃসঙ্গ সাম্পান;
হাতে বইঠা—
জোরে মারে ঝটকা;
আহা—!
রাত্রি ভীষণ ভেজা
বেরিয়ে আসে মরণ
সংসার থেকে সংসদে
টলমল যৌনদ্বীপে…
উপহার
তোমার দেওয়া উপহারটি বুকের মধ্যে লুকিয়ে ফেলেছি
এখন কেউ প্রতিপক্ষ হয়ে দাঁড়াতে পারে না সামনে
কোথাও পাড় ভাঙার শব্দ শুনতে পেলে যত্নশীল হই
মধু আহরণকারী ও মৌমাছির মধ্যে
যুদ্ধ লাগলে
প্রজাপতির ভাষা ব্যবহার করি;
এই বর্ষায় তুমুল উন্নতি হচ্ছে
এখনো মাত্র একটি পর্ব পার করেছে
আরো কতোশত পর্ব, আরো কতোশত জন্ম
পার করতে হবে ভিন্নরূপে, ভিন্নসময়ে
তোমার দেওয়া উপহারটি যৌবনে পা দিয়েছে
সাড়ে তিনহাত কুঠিরের মধ্যে, তাঁর ঘ্রাণ পাচ্ছি।