ক বি তা
ঈশ্বরকে সামনা সামনি দেখার
কোনো ইচ্ছা আমার নেই
আমার ইচ্ছা সীমিত একটা শুকনো কংক্রিটের মতো
মানুষগুলো গাছ হয়ে যাক।
আমিও মানুষ হয়ে
একটু নিশ্চিন্ত ভাবে ঘুমাবো মাটির উপর।
কংক্রিট বুকে নিয়ে
একটার পর একটা ধ্রুবতারা ঘুমিয়ে যাচ্ছে
ইতিহাসের পাতা পড়ে
মরুভূমির গরম বালিতে এখন মানুষ চাল ভাজে
মানুষের জন্মের পর থেকে
সে ঈশ্বরের ছিল না
মানুষ মাটির উপর আগুন জ্বালিয়ে
নিজে বেঁচে থাকতে চায়
নিজে ভালো থাকতে চায়
বাকি সব দুঃস্বপ্নের মতো
নরকের আর এক নাম পৃথিবী।