ক বি তা
প্রতিটি হনন— রাতে জন্মকে গাঢ় করি আরও।
আরশিমহল থেকে উড়ে আসে মখমল,
চুমকি, চামর আর প্রসাধনী ঢেউ।
নীল খাম ভাসানোর আগে— পরে
কিছু কি বলার ছিল?
কলমি— দামের পাশে ফিসফাস, খরচোখ কিংবা ছলায়
আমাদের ক্যানভাসে ধ্বনি— উৎসব।
অথবা তুমিও গড়তে পারো সেতু।
যে জন ঘুমিয়ে আছে তার হাতে
এই আমি তুলে দিই দগ্ধ মশাল।
বাতাসে তুমুল গান
রাঙাপথ জুড়ে একা মগ্ন বাউল।