ক বি তা
তোমার ঠোঁটের কোণে লেগে থাকা স্ট্রবেরির গন্ধ
আমার ভালো লাগে
বন-ফায়ারের সামনে তোমার লাল-কালো চুলগুলো উড়ছিল
মেঘের মতো
সেই দিন ডিপনেক গাউনের আড়ালে
ধবধবে বুকের খাজুরাহো অন্তহীন
বিয়ারের মতো বিন্দু ঘাম চিবুকের চারপাশে
ভালো লাগে
ক্যানভাসে, লাল-নীল জলরঙে তোমাকে
দেখেছি, ভালো লাগে
এ সব বলা যায় না
এই সব বলতে চাইও না
এইভাবেই তো
দাবানল নিভে যায়
একদিন বারবিকিউ ঠান্ডা হয়ে আসে…
নিভে যাওয়া মোমবাতির সামনে তুমি দাঁড়িয়ে থাকবে
কোনো অজুহাত নাই বা থাকলো চোখের ইশারায়
মাঝ রাস্তায় হারিয়ে যাওয়া আলোর খোঁজে
আমাদের নেমে পড়া বিজন পথের মোরামে
মোমের গন্ধ এখানে ভালোবাসার ইন্ধন যোগায় না
পথ দেখায় না
বিভ্রমের হাতছানি আজও তাচ্ছিল্য করি
ভুলের স্তূপের ওপর দাঁড়িয়ে ভান করি, যে ভাবে করেছি
প্রতিদিন প্রতিনিয়ত
সম্ভাবনার সংকীর্ণ পথে কোনো একদিন আলো জ্বলবেই
দেখো…