ক বি তা
কিছু মিল থেকে গেছে পছন্দের ভাঁজে
কিছু মুখ থেকে গেছে দু’পাশেই এক
কিছু বই বিনিময় কোনও দিনও হলো না
গা ছুঁয়ে ফিরে আসা কিছু হাওয়া অজানা
পর্দা উড়িয়ে গেল বাধা দেওয়া গেলো না…
যে গল্প জানে না কেউ স্মৃতিতেই মজবুর
ঘুমতে যাবার আগে আবশ্যিক জলচান
মণি দুটো জ্বলে আছে নিভু নিভু দু’চোখে
বারবার খুলে দেখা অব্যক্ত খসড়ায়
কীভাবে মর্মাহত মোলায়েম প্রাণ!