Hello Testing

4th Year | 3rd Issue | June-July

৩০শে আষাঢ়, ১৪৩০ বঙ্গাব্দ | 16th July, 2023

প্রচ্ছদ কাহিনী, ধারাবাহিক গদ্য, ছোটোগল্প, গুচ্ছ কবিতা, কবিতা, প্রবন্ধ, উপন্যাস, স্বাস্থ্য, ফ্যাশান ও আরও অনেক কিছু...

গু চ্ছ ক বি তা

ম নো তো ষ   আ চা র্য

গুচ্ছ কবিতা

নিজেকে অবলীলায় এতটাই 

ছোটো করে ফেলতে পারো যে বিন্দুও লজ্জা পেয়ে যায়

 

সংকীর্ণ সড়ক মাড়িয়ে যেতে যেতে খাদই হয়ে উঠলো শেষতম আশ্রয় 

 

অভাব কখনোই পারেনি স্বভাব নষ্ট করতে 

তলে তলে সুসজ্জিত অন্ধকার আড়াল করেছো বহুদিন 

বিচিত্র পাতার দেশ থেকে চেয়ে আছো 

সমুদ্রের নিষ্পাপ নীলে 

 

চোখে চোখ রেখে মিথ্যা আওড়ানোর কলা আয়ত্ত করেছো 

মুখ ঢেকে রাখা আশ্চর্য এক অভিশাপ

নগ্ন করে চলেছে অহরহ

গুহার ভেতর শুধু জলের হাহাকার 

 

যন্ত্রণার ভাস্কর্য দেখেছো

বিরহের অভ্রস্পর্শী স্থাপত্যকলা 

জীবিত কঙ্কালগুলি জেনে গেছে ধ্বংস হয়ে যাবে  

 

ভেসে যাওয়া স্মৃতির উঠোনে জেগে আছে 

লক্ষ লক্ষ তারা

পাতার মর্মর ধ্বনি বুকে নিয়ে আশ্চর্য স্তব্ধ 

এক পথ বয়ে চলেছে জিজ্ঞাসার পার্শ্বরেখা ধরে  

pujo_16_sketch2

হে প্রণম্য অগ্নি

আলিঙ্গন করো 

বন্ধনে আবদ্ধ হয়েছি বহুকাল

চেনার আনন্দে ভালো থাকি যেন চিরকাল

 

ব্যাঙটিকে চিমটি দিয়ে বাইরে আনলাম 

কুনো অন্ধকারের প্রহর শেষ হল

শীতল রক্তে আলোর গান জাগুক

 

উপশমহীন বেদনার ভেতর জেগে ওঠে গোধূলির সংরাগ 

পাতিলেবু ছায়ার অন্ধকারে 

মায়াময় জোনাকির আলো   

 

ভ্রমের ভেতর হেঁটে যাই 

খড়কুটো স্পর্শ করে জ্যোৎস্নার গন্ধ পাই 

মেঘের আদর গায়ে মেখে 

দিনবদলের হাওয়া টের পাই 

 

১০

রাতের এঁটোবাসনের মতো 

ফার্স্ট পিরিয়ডের ব্ল্যাকবোর্ড দেখলে কঁকিয়ে উঠি 

ভেতরে ভেতরে   

 

রোল কলের আগে মুছে মুছে ফর্সা করলে তবে 

ভরসা পাই ক্লাস শুরু করার

 

বহুব্রীহি পল্লবিত পদ্মনাভিতে

pujo_16_sketch2

১১  

কান্নাভেজা পাহাড় আমার মা 

রক্তসোঁদা নদী আমার বোন 

দাঙ্গা ক্ষত টিলা আমার ভাই 

 

দুঃখ আমার অসুখবিসুখরা

রাত-বিরেতে শরীর যাচ্ছে পুড়ে…

 

১২

সকাল থেকেই তুমি ঝিমিয়ে আছো 

রান্নাঘর থেকে শোবার ঘরে ঢুকে পড়ছো মাঝে মাঝে 

তাও হাত পুড়িয়ে দশটার ভাতসহ তিনখানা ব্যঞ্জন বেড়ে দিলে 

হিক্কা হিক্কা বমি, গা গুলিয়ে অস্থির ভাব

নভেম্বরের শেষ দিন এলো 

তবু শীত এলো না 

 

১৩

সবুজ গুহার দিকে 

আমরা এক আশ্চর্য আরোহী    

বানমোছা গ্রামগুলি দাঁড়িয়ে রয়েছে খালপাড়ে

অঘ্রানের তপোবনে মাঠে মাঠে 

ঝরা নূপুরের নিক্কণ

 

১৪

ঝুঁকির ভেলায় বছর সাঁতরে চলেছো

গন্তব্য অন্তহীন ব্রহ্মাণ্ডের আলোক সরণি

মধ্যবিত্ত উঠোনের পায়রা 

ধ্বনি তুলছে অঘ্রাণের ভোরে

তেঁতুলপাতার দেশ ছায়াঘন অশোকের শিলা 

 

১৫

প্রতিদিনই লিফট চড়ে মহিলা বিভাগে যাচ্ছি 

কোনোদিনই বাদ পড়ছে না 

নীল সাদা সুপার স্পেশ্যালিটি তোমাকে প্রণাম 

 

চাকাওলা বিছানার পিছু পিছু হেঁটে যাচ্ছি

মর্গ বাঁদিকে রেখে হেঁটে যাচ্ছি 

স্বজন হারানো কান্না শুনতে শুনতে নেমে আসছে রাত 

টলমল করছে মাতাল সন্ধ্যার রাস্তাঘাট  

 

১৬

ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে রোগীদের ব্যবহার্য 

কাপড় চোপড় ব্যাগভর্তি থালা বাটি গ্লাস 

স্যালাইন বোতল বেডপ্যান 

মৃতের জুতো বেল্ট প্যান্ট হাতের মাদুলি তাগা 

আশ্চর্য একা একা শীতের শিশির মাখছে 

সিস্টারদের নখ ছুঁয়ে ভুলে গেছে পুনর্জন্ম 

আয়াদের পদভার টের পেয়েছিল ঢের আগে 

 

১৭

একটি স্বপ্নের বাড়ি নির্মাণ করেছি 

বাড়িলগ্ন সবুজ ঘাসের চত্বরে ক্যাম্প চেয়ার পেতেছি একা 

এখানে পড়ার ঘর ওখানে ঠাকুর ঘর সাজিয়ে তুলেছি নিরালায় 

 

আসলে দেড় যুগ আগে থেকে আবাস যোজনার লাইনে দাঁড়িয়ে রয়েছি

pujo_16_sketch2

আরও পড়ুন...