ক বি তা
১
এইরূপে বিনীত পৌষমাস
বিরহ লেখে হাঁটুজল নদী
জানি, খুব মানি তার কিছু কথা
সে বলতে নয়, আরও অধিক কিছু…
যে চোখে দেখি না তোমার আলো
কিভাবে রন্ধ্রে রন্ধ্রে সুবাতাস ছড়ালো
ভাবি সেইরূপ, নিশীথ পত্রালাপে।
২
আরও একটা বসন্ত দুপুর
পেরিয়ে যাবে তোমার হরিণ রঙের বয়স
ঘুমের সুতো ধরে টানতে টানতে
সেদিন হা হুতাশ ভোরে
ডেকে উঠবে মাতৃজল
যে নয়নে কেউ কোনোদিন
পরায়নি রাতের কাজল।