ক বি তা
কোন সম্মোহন ডাকে আমায় প্রতিদিন
কে আমায় রোজ ফিরিয়ে ফিরিয়ে দেয়?
বিদায়বেলায় বাকি রেখে সব ঋণ
মনের কথা বলা মানেই শব্দব্যয়;
কে কোথায় রোজ তাকিয়ে থাকে দূর কিনারে
আজকেই সব চুকিয়ে দেবে মেঘের ভাড়া,
কাল থেকে আর আসবে না রোজ পিছু পিছু?
তোমার কিছু পারা মানেই আমার পারা;
রেড রোডে দাঁড়িয়ে থাকা একলা গাড়ি
জানে ঠিকই তার নেই কোনো পার্কিং জোন,
এভাবেই রোজ নিঃশব্দে গুমরে মরা
সবাই কী আর দিতে পারে একখানা মন?
রাত বাড়লেই হেডফোনে সুর জড়িয়ে আসে
কথার মায়ায়, অলীক ছায়ায় কষ্টরা সব
ভাবতে থাকে আজও আবার কাঁদবে বুঝি!
অংকে তখন গুলিয়ে ফেলি হর আর লব;
এভাবে আমি পাশ করতে পারবো নাকি?
জীবন মানেই রোজ দিন এক উইকলি টেস্ট,
একটা কিছু ভুল যদি হয় ফুড়ুৎ পাখি
তবুও আমি শপথ করি নেবো না রেস্ট;
রেস্ট যদি নিই একেবারে রেস্ট ইন পিস্
খুব ইচ্ছে শুধু একটু লম্বা ঘুমের,
ঘুমের মধ্যে কিশোরবেলা শিস দিয়ে যায়
তবুও আমি আশাবাদী সে মরশুমের;
যে মরশুমে গোলাপ ফোটে লাল বাগিচায়
আলোয় আলো ভরে ওঠে শুকনো টবে,
দিন কেটে যায় বুড়ির চুলের সস্তা নেশায়
আমাদেরও ঠিক ভাগ্যরেখায় ম্যাজিক হবে।