গু চ্ছ ক বি তা
ডাউনলোড করেছি ধীরে ধীরে
দারুচিনি, লবঙ্গের ঝাঁঝ
শাপিত ফাল্গুন
রুআফজার রঙ
শেফালীকে বোলো,
যেন ওয়াইন কালার লিপস্টিক ছুঁইয়ে নেয়
ফিনিশিং টাচে!
আলোকিত পদক্ষেপে অনেকটাই পথ
স্নেহভাজন প্রেমিকার নাভিতে স্থলপদ্ম লাগিয়েছি,
নিপুণ হাতে মুছে ফেলেছি পেঁয়াজ-পান্তার স্মৃতি।
এখন শুধুই কাচের চুড়ি বাজে,
ছেনালিতে ভরে গেছে ঘরবসত
গোস্ত বিরিয়ানির গন্ধে ভরে গেছে মীনাবাজার।
স্থির রাখো,
এ রতিক্লান্ত শরীরে আর কোনো ভাষা নেই।
ধীরে ধীরে স্পীড কমে যায় সমস্ত চলাচলের।
স্পর্শসুখ বলে কিছু নেই যেন,
টাচস্ক্রিনে কোনো অনুভূতি হয়না আর।
বোধের সীমানায় অন্তর্বাস ছেড়ে এসেছি,
দেখা যাক!
বাঁজা স্থলপদ্মে ফুল ফোটেনি কোনোদিন,
জলের ভাঁজে ভাঁজে কলঙ্ক।
শেফালীকে বোলো,
লিপস্টিক মুছে নিতে
হলুদ বাল্বের আলোয় যেন জুড়ে নেয়
ড্রেসিং আয়নার ভাঙা টুকরোগুলি।
ফিরে আসবো একদিন,
ততদিনে ডাউনলোড হয়ে যাবে
অখণ্ড আকাশ।