Hello Testing

4th Year | 3rd Issue | June-July

৩০শে আষাঢ়, ১৪৩০ বঙ্গাব্দ | 16th July, 2023

প্রচ্ছদ কাহিনী, ধারাবাহিক গদ্য, ছোটোগল্প, গুচ্ছ কবিতা, কবিতা, প্রবন্ধ, উপন্যাস, স্বাস্থ্য, ফ্যাশান ও আরও অনেক কিছু...

গু চ্ছ ক বি তা

কৌ শি ক  সে ন

টেকনিক্যাল ফল্ট

ডাউনলোড করেছি ধীরে ধীরে

দারুচিনি, লবঙ্গের ঝাঁঝ

শাপিত ফাল্গুন

রুআফজার রঙ

 

শেফালীকে বোলো,

যেন ওয়াইন কালার লিপস্টিক ছুঁইয়ে নেয়

ফিনিশিং টাচে!

pujo_16_sketch2

আলোকিত পদক্ষেপে অনেকটাই পথ

স্নেহভাজন প্রেমিকার নাভিতে স্থলপদ্ম লাগিয়েছি,

নিপুণ হাতে মুছে ফেলেছি পেঁয়াজ-পান্তার স্মৃতি।

 

এখন শুধুই কাচের চুড়ি বাজে,

ছেনালিতে ভরে গেছে ঘরবসত

গোস্ত বিরিয়ানির গন্ধে ভরে গেছে মীনাবাজার।

pujo_16_sketch2

স্থির রাখো,

এ রতিক্লান্ত শরীরে আর কোনো ভাষা নেই।

ধীরে ধীরে স্পীড কমে যায় সমস্ত চলাচলের।

 

স্পর্শসুখ বলে কিছু নেই যেন,

টাচস্ক্রিনে কোনো অনুভূতি হয়না আর।

বোধের সীমানায় অন্তর্বাস ছেড়ে এসেছি,

দেখা যাক!

pujo_16_sketch2

বাঁজা স্থলপদ্মে ফুল ফোটেনি কোনোদিন,

জলের ভাঁজে ভাঁজে কলঙ্ক।

 

শেফালীকে বোলো,

লিপস্টিক মুছে নিতে

হলুদ বাল্বের আলোয় যেন জুড়ে নেয়

ড্রেসিং আয়নার ভাঙা টুকরোগুলি।

 

ফিরে আসবো একদিন,

ততদিনে ডাউনলোড হয়ে যাবে

অখণ্ড আকাশ।

pujo_16_sketch2

আরও পড়ুন...