ক বি তা
হাওয়ার নকশা তোলা
রূপালি বালির প্যালেটে
নীল জলের স্ফটিক স্বচ্ছতা
ভ্রমণের এজমালি চেয়ে
ভেসে গেছি সাগরবেলায়
স্বরচিত হয়ে যাচ্ছি
পরের পৃষ্ঠায় লিখে রাখছি সমুহ গন্তব্য
একলা পাখির মতো ডানা খুলে
উব হয়ে বসি
স্থিতধী শুনে যাই
দূর অন্তরীপের পায়ে
ঢেউ ছলকানো ছলাৎছল
আর আমি,
পর্যটন অছিলায় দু’হাত পেতে বসে থাকি
চিনতে চিনতে, দেখতে দেখতে পৌঁছে যাই
ধীবর বস্তি, উজ্জ্বলরঙা নৌকা, বসতবাড়ি, গ্রাম
অনাঘ্রাতা আরও কত আদিম সৈকত
দিন শেষে সফেদ বালুকণাগুলি
পরিশ্রান্ত পদক্ষেপে খসে যায়