Hello Testing

4th Year | 3rd Issue | June-July

৩০শে আষাঢ়, ১৪৩০ বঙ্গাব্দ | 16th July, 2023

প্রচ্ছদ কাহিনী, ধারাবাহিক গদ্য, ছোটোগল্প, গুচ্ছ কবিতা, কবিতা, প্রবন্ধ, উপন্যাস, স্বাস্থ্য, ফ্যাশান ও আরও অনেক কিছু...

রূ প  ক থা

অ নু ক্তা   ঘো ষা ল

মডেল ও কবি

anukta

অক্সিডাইজড গহনা: ফ্যাশনে নতুন ট্রেন্ড

বর্তমানে গহনার ট্রেন্ডে জনপ্রিয় হয়ে উঠেছে অক্সিডাইজড গহনা। কারণ, সঠিক গহনা শুধু আপনার সাজপোশাকের সৌন্দর্য‌ বাড়ায় তাই নয়, এটি আপনার নিজস্ব স্টাইল স্টেটমেন্টেও অবদান রাখে। তাই আভিজাত্য বাড়াতে অনায়াসে বেছে নিতে পারেন পছন্দসই অক্সিডাইজড গহনা।বাঙালি সংস্কৃতিতে গহনার ব্যবহার চলে আসছে আবহমান কাল থেকে। এটি একদিকে যেমন বাঙালির সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে তেমনি এনেছে বৈচিত্র্য।অক্সিডাইজড গহনা ভারতীয় এবং পাশ্চাত্য যেকোনো ধরনের পোশাকের সাথেই মানানসই। পাশাপাশি সোনার তুলনায় এটি অনেকটাই সাশ্রয়ী মূল্যের এবং আকর্ষণীয়।

তবে এই ধরনের গহনার ক্ষেত্রে অবশ্যই ডিজাইনের উপর বেশি প্রাধান্য দিতে হবে। তাহলেই যে কোনো অনুষ্ঠানে কিংবা অফিসের পোশাকের সঙ্গে অনায়াসে মানানসই হয়ে উঠবে অক্সিডাইজড গহনা।ছোট কানের দুল, নোস পিন, আঙুলের আংটি, ব্রেসলেট, ব্যাঙ্গল হিসেবে এই ধরনের গহনা নিয়মিতই পরি যেতে পারে। অফিস বা প্রতিদিনের ছিমছাম সাজগোজের ক্ষেত্রে এইধরনের গহনা আদর্শ।

জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের জন্য অক্সিডাইজডের ভারী গহনা, চুরি, টিকলি পরা যেতে পারে। বিভিন্ন ধরনের ট্রাইবাল অনুষ্ঠানে, ওয়েডিং পার্টিতে ভিডিও স্যুটের জন্যও এই ধরনের গহনা অনেকটাই আভিজাত্য এনে দেয়। সেই সঙ্গে অক্সিডাইজড গহনা যে কোন অনুষ্ঠানে আপনার লুককে করে তোলে ইউনিক।

ছবি- দ্যা পিনহোল ভিশন (ফোটোগ্রাফার অরিত্র নাগ)
পোশাক- লেবেল সুকন্যা (ডিজাইনার সুকন্যা গুহ)
গহনা- অঙ্গশোভা (জুয়েলারি ডিজাইনার গার্গী ঘোষ)
মডেল- অনুক্তা ঘোষাল

সুকন্যা গুহ ( ফ্যাশান ডিজাইনার এবং লেবেল সুকন্যার কর্ণধার)

গার্গী ঘোষ (অঙ্গশোভার কর্ণধার)

আরও পড়ুন...